Monday, November 24, 2014

Sripur / Balagarh - boat making village and Terracotta temples

শ্রীপুরের শ্রী

Updated about a month ago
কাঠের ওপর খোদাই করা কাজের শতাব্দী প্রাচীন মন্দির ও নৌকা তৈরী করার কর্মশালা দেখতে হলে যেতে হবে হুগলী জেলার অন্যতম সুন্দর মন্দির প্রধান গ্রাম শ্রীপুরে | ইউরোপিয়ান ঔপনিবেশিকরা বাংলায় তাদের ব্যবসা ও শাষণকার্যের কেন্দ্র তৈরী করে বুঝেছিল যে এথানে কাজ করতে গেলে নৌ-পরিবহনের সাহায্য অপরিহার্য | নৌপথে তাদের ক্রমবর্ধমান ব্যবসাবৃদ্ধির সুযোগ নিয়ে রধুনন্দন মিত্র মুস্তাফি নামে এক ব্যক্তি অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে শ্রীপুরে গঙ্গার ধারে একটা পুরোপুরি নৌকা তৈরীর কারখানা স্থাপন করেন | মিত্রবাবু একটা ফোর্ট ও তার সাথে কাঠের ওপর খোদাই করা কাজের বেশ কিছু অপূর্ব মন্দিরও তৈরী করেন | ফোর্ট অনেকদিন আগেই ধ্বংশপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু কাঠের ওপর কাজ করা কিছু মন্দির এখনও অবশিষ্ট আছে |

শ্রীপুরের ভ্রমণ শুরু হয় রাস্তার ধারে অবস্থিত একটা ছোট্ট শিবমন্দির দিয়ে | একতলা এই মন্দিরের ভেতর একটা শিবলিঙ্গের মূর্তি রয়েছে | সামনেই রয়েছে একটা দোতলা দোলমঞ্চ | কাঠামোর মধ্যে পিলার ও সামনে ধনুকাকৃতি প্রবেশদ্বার পুরানো দিনের শ্রীপুরের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় | এর পরেই রয়েছে জোড়া শিবমন্দির | মন্দিরের দেওয়ালগুলো এক সময় টেরাকোটার কাজে সমৃদ্ধ ছিল কিন্তু বর্তমানে সিমেন্টের প্লাস্টার করার ফলে দেখতে অনেকটাই ম্লান হয়ে গেছে | কয়েক মিনিট হাঁটলেই পাওয়া যাবে একঝাঁক মন্দিরের দর্শণ | রয়েছে রাধাগোবিন্দের মন্দির | ভেতরে রয়েছে রাধাগোবিন্দ ও অন্যান্য দেব-দেবীর মূর্তি | সামনেই রয়েছে রাসমঞ্চ ও একটা নাটমন্দির | এখানকার মূল আকর্ষণ হচ্ছে চন্ডীমন্ডপ | মিত্র মুস্তাফির পরিবার এটা তৈরী করেন ১৭০৭ সালে ও বর্তমানে সংরক্ষিত মনুমেন্ট | দুঃখের বিষয় এটা যে খড়-তালপাতার তৈরী চন্ডীমন্ডপের ছাদ বর্তমানে ঢেউখেলানো টিন দিয়ে বদল করার ফলে মন্ডপের সৌন্দর্য ও মাধুর্য অনেকাংশে খর্ব হয়েছে | মন্ডপের ভেতর কিন্তু খুব সূক্ষ্ম কাঠের খোদাই করা প্যানেল এখনও রয়েছে | কাঠের তৈরী পিলার ও ছাদের বিমগুলোয় বিভিন্ন জ্যমিতিক আকার ও ফুল-লতাপাতার কাজ রয়েছে | মন্দির চত্বরে ৯টি চূড়ার অষ্টভুজী রাসমঞ্চ ও একটা নাটমন্দির দেখার মতন | মন্দিরের পর দেখা যেতে পারে নৌকা তৈরীর কারখানা | বর্তমানে যদিও ছোট ছোট মাছ ধরার নৌকা তৈরী হয় কিন্তু তা কিভাবে তৈরী হয় তা দেখার মজাই আলাদা | বয়স্ক মানুষজনেরা বাংলায় নৌকা তৈরীর ইতিহাস সম্মন্ধে খুব সুন্দর সুন্দর গল্প বলেন যা শুনলে আনন্দ ও জ্ঞান দুইই লাভ করা যায় 

Source : The above information is from my good friend Asit Mukhopadhyay. To see pics click here

1 comment:

Alshaali Marine said...

Discover the exceptional craftsmanship of Al Shaali Marine, a leading yacht and boat manufacturer in the UAE. Our custom-built vessels are designed to offer luxury, performance, and durability. With a focus on innovative design and meticulous attention to detail, Al Shaali Marine creates boats that are both beautiful and functional. Embark on your maritime adventure with us and sail in style.

Boat and Yacht manufacturer in UAE

Chronological order

Followers